প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
চাষাড়া গোল চক্করে, রাসেল গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধ।

রিমা জেলা প্রতিনিধ নারায়ণগঞ্জ,
২২ শে ডিসেম্বর রোজ সোমবার সকাল ৮ ঘটিকার সময় হইতে , চাষাড়া গোল চক্করে রাসেল গার্মেন্টসের শ্রমিক বৃন্দ, রাসেল জিএম গোলাম রাব্বির, চাকরি প্রত্যহারে যাবিতে, দীর্ঘ ৯ দিন যাবত প্রতিবাদ করে আসছিলেন তাহারে দাবি না মানায় আজ সকাল ৮ ঘটিকা হইতে, চাষাড়া বিজয়স্তম্ভ চক্করে সকল শ্রমিক বৃন্দ, ও নেতৃবৃন্দ রাস্তা অবরোধ করে বসে পড়েন,
তাদের দাবি, রাসেল গার্মেন্টস জি এম, গোলাম রাব্বি, নারীর শ্রমিকদের সাথে খারাপ আচরণ, পড়ে আসছে দীর্ঘদিন যাবত, তাহার প্রতিবাদ করায়, গত এক সপ্তাহ ধরে, গার্মেন্টস বন্ধ করে দেন এবং গার্মেন্টস শ্রমিকের ৪২ জনের নামে মামলা করে দেয়,
গতকাল, জেলা প্রশাসক কার্যালয়ে অবরোধ পালিত হলেও কোন ফলশ্রুতি না হওয়ায়, বাধ্য হয়ে শ্রমিকরা অবরোধ পালন করছেন , গার্মেন্টস শ্রমিকরা জানান তাদের দাবি না মানা পর্যন্ত, অবরোধ চলমান থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24